ইন্দোনেশিয়ার রিজার্ভ আরও কমলো

নভেম্বর ০৭ ২০২২, ১৯:৪৮

‍আন্তর্জাতিক ডেস্ক :: ইন্দোনেশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। গত অক্টোবর শেষে তা ১৩০ দশমিক ২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বর্তমান রিজার্ভ দিয়ে ৫ দশমিক ৮ মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে ইন্দোনেশিয়া। সোমবার (৭ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য দেয়।

কয়েক মাস ধরেই ইন্দোনেশিয়ার বিদেশি মুদ্রার রিজার্ভ হ্রাস পাচ্ছে। এক মাস আগে সেটা নেমে আসে ১৩০ দশমিক ৮ বিলিয়ন ডলারে।

এক বিবৃতিতে ব্যাংক ইন্দোনেশিয়া জানিয়েছে, দেশটির সরকারের বিদেশি ঋণ পরিশোধের কারণে রিজার্ভ নিম্নমুখী রয়েছে। ইন্দোনেশিয়ান রুপিয়ার বিনিময় হার স্থিতিশীল করতে নানা উদ্যোগ নেয়ার ফলেও তা চাপে পড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে খাদ্যশস্যের দাম বেড়ে গেছে। সেই সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মূল্য উর্ধ্বমুখী হয়েছে।

এতে বিভিন্ন দেশের মুদ্রার মান কমে গেছে। ফলে পণ্য আমদানিতে খরচ বৃদ্ধি পেয়েছে। তাতে সেসব দেশের রিজার্ভ চাপে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

এক্সক্লুসিভ আরও