পটুয়াখালীতে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নভেম্বর ০৭ ২০২২, ১৭:৫৯

পটুয়াখালী প্রতিনিধি ‍॥ পটুয়াখালীতে এক মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ নভেম্বর) সকালে ডিবি পুলিশের একটি দল পটুয়াখালী শহরের সদর রোডের আবাসিক হোটেল আল আজাদের সামনে অভিযান চালালে মোঃ মামুন (৩০) নামে একজন নামে একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

তবে পুলিশের জালে ধরা পরে মাদক ব্যাবসায়ী খোকন চৌকিদার (৪২)। এসসময় খোকনের নিকট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য আনুমানিক নব্বই হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী খোকন চৌকিদার পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবদুস সালাম চৌকিদারের ছেলে।

জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ডিবির এসআই সমিত রায়ের নেতৃত্বে একটি চৌকস দল শহরের সদর রোড এলাকা থেকে একজনকে আটক করে।

আটককৃত খোকন চৌকিদারের পিঠে ঝুলানো ব্যাগ থেকে কসটেপে প্যাচানো নীল রংয়ের পলিথিন মোড়ানো ০২টি গাঁজার প্যাকেটে যার ০১টির ওজন ০২(দুই) কেজি ও অন্যটির ওজন ০১সহ মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও