সবুজে ঘেরা আমনের ক্ষেত, কৃষকের মুখে হাসি

নভেম্বর ০৭ ২০২২, ১৭:৩৪

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ‍‍॥ পটুয়াখালীর দু মকিতে ফসলের মাঠগুলো যেন সবুজের বিছানা। যতদূর চোখ যায় কেবলই নয়নাভিরাম সবুজের সমারোহ। চলতি বছর আমন মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় দেখা দিয়েছে বাম্পার ফলনের সম্ভাবনা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসূমে অত্র উপজেলায় ৫টি ইউনিয়নে ৬হাজার ৬৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আমন চাষ করা হয়েছে ৬ হাজার ৬৪১ হেক্টর জমিতে। ১ হেক্টর বাড়তি লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রামের আমনের মাঠ ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত আমনের গাছ বেশ ভাল রয়েছে। কেউ কেউ ক্ষেতের পোকামাকড় দমন করতে ঔষধ স্প্রে করা, জমিতে পানি দেয়াসহ বিভিন্ন কাজে ব্যাস্ত সময় পার করছেন। এ সময়ে অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে উঠছে আমনের গাছ। মাঠে মাঠে হাওয়ায় দুলছে কৃষাণ-কৃষাণীর সোনালি স্বপ্ন।

 

অধিকাংশ কৃষক জানিয়েছেন, এখন পর্যন্ত আমনের ক্ষেতে তেমন কোন রোগ বালাই দেখা যাচ্ছে না। আমনের গাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা দিন রাত সমানতালে পরিশ্রম করে যাচ্ছেন। এ এলাকার কৃষকরা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে দিন রাত যেন সমানতালে পরিশ্রম করে আসছেন। আমনের বাম্পার ফলন হবে বলে আশা করেন কৃষকরা।

দুমকি গ্রামের কৃষক ইউনুছদ পেদা বলেন, বিগত বছরের তুলনায় এবারে আমন চাষে সবচেয়ে বেশি খরচ হলেও মাঠের ফসলে আমরা অত্যন্ত খুশি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা বলেন, আমাদের অফিস থেকে নিয়মিত সার্ভেলান্স প্রোগ্রাম পরিচলনার মধ্য দিয়ে কৃষকদের মাঠ সরেজমিনে পরিদর্শন করে তাদের উপযুক্ত পরামর্শ দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও