গলাচিপায় ভূমি জটিলতা নিরসনে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নভেম্বর ০৭ ২০২২, ১৭:২৪
বিনয় কর্মকার,গলাচিপা(পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় ভূমি জটিলতা নিরসনে ভূমি অফিসের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭নভেম্বর) বেলা ১১টায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব ) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে ও উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ গলাচিপা স্বপন কুমার গনপতি এর সঞ্চলনায়, জনপ্রতিনিধি, ইউপি সচিব, কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মীদের নিয়ে উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে, ভূমি সংক্রান্ত নানা জটিলতা এবং ডিজিটাল প্রক্রিয়ায় উত্তরণে করণীয় বিষয় নিয়ে প্রশিক্ষনের সার্বিক সহায়তা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনা জটিলতা সৃষ্টির মূল কারণ হচ্ছে, অ-সচেতনতা, শিক্ষার অভাব এবং দারিদ্রতা।
যার ফলে পূর্বপুরুষ থেকে বর্তমান সময় পর্যন্ত এই ভূমি সমস্যা দিনকে দিন জটিলতায় পড়েছে। বর্তমান সরকার, ভূমি ব্যবস্থাপনা ও তার প্রতিকারের লক্ষ্যে ভূমি অফিসের গতিশীলতা ও ভূমি সেবা প্রাপ্তির জন্য সহজতর করণে, জনসচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, সক্ষমতা উন্নয়ন ও উপ- প্রকল্প বাস্তবায়নে (২০১৯-২০) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
প্রশিক্ষণনের বিষয়বস্তুু ও প্রকল্পের বিষয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ওয়ানা মারজিয়া নিতু, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, পৌর কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল প্রমুখ।