ছেলের আবদারে আর্জেন্টিনার পতাকার রঙে ভবন রাঙালেন বাবা

নভেম্বর ০৭ ২০২২, ১৪:১৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্বকাপ ফুটবল আসরের আর মাত্র কয়েক দিন বাকি। ২০ নভেম্বর থেকে বিশ্ব কাঁপবে ফুটবল উন্মাদনায়।

যার রেশ বয়ে যায় বাংলাদেশেও। এরইমধ্যে সমর্থকরাও নিজ নিজ দলের ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন।

আর এ উন্মাদনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া তালতলা এলাকার একটি ভবন আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা হয়েছে।

প্রতিদিন ভবনটি দেখতে আর্জেন্টিনার সমর্থকেরা ভিড় করছেন। পাশাপাশি ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তারা।

তবে ভবন মালিক বলছেন, ছেলের চাওয়া থেকে তিনি ভবনটির রঙ আর্জেন্টিনার পতাকার আদলে করেছেন।

তবে মেয়ে ব্রাজিল সমর্থক হওয়ায় পরবর্তী সময়ে তার চাওয়া অনুযায়ী অপর ভবনটি ব্রাজিলের পতাকা আদলে করার চিন্তা ভাবনা করছেন তিনি।

তবে ভবনের সর্ব্বোচ্চ স্থানে তিনি নিজ দেশের পতাকা টানিয়ে এর মর্যাদা অক্ষুন্ন রেখেছেন।

ভবনের ম্যানেজার মো. শ্যামল মিয়া জানান, ভবন মালিক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন এলাকায় একজন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত।

তিনি শহরের মধ্যপাড়া স্বনাম ধন্য প্রতিষ্ঠান ব্রাদার্স ইউনিয়ন ক্লাবেরও সভাপতি। তার ছেলে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সার্পোটার।

ছেলের আবদার রক্ষা করতে গিয়ে ভবনটির রং করার সময় আর্জেন্টিনার পতাকার আদলে করেছেন।

আর্জেন্টিনা দলের সমর্থক মো. সোহাগ মিয়া বলেন, আমি সব সময় আর্জেন্টিনা দলের সার্পোট করি।

ভবনটির রং প্রিয় দলের পতাকা ও জার্সির রঙে বর্ণিল হওয়ায় আমার ভালো লাগছে।

আশা করি এবারের বিশ্বকাপে আমার দল জয়ী হবে। ট্রফিটা মেসির হাতেই শোভা পাবে।

 

অপর সার্পোটার মো. আরমান মিয়া বলেন, আমার দলের পতাকার সঙ্গে ভবনের রং মিলে গেছে।

তাই আমি বেশ খুশি। আশা করি আমার দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপে ফাইনালে জয়ী হয়ে শিরোপা জিতবে। আর আমি এই ভবনের সামনে এসে উৎসব ও উদযাপন করবো।

ভবন মালিক মাহাবুবুল আলম খোকন বলেন, ‘ছেলে আর্জেন্টিনার সাপোর্টার।

তার আবদার রাখতে গিয়ে ভবনের পতাকার রং এমন করা হয়েছে। ছেলের সঙ্গে তার মাও সাপোর্ট দিয়েছে।’

তবে তার মেয়েরা ব্রাজিল সাপোর্টার বলে তিনি জানান। এ ক্ষেত্রে মেয়েদের চাওয়াকে অগ্রাহ্য করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোটেও না।

আমার অপর একটি ভবন আছে। মেয়েদের চাহিদা অনুযায়ী ওই ভবনটি ব্রাজিলের পতাকার আদলে করার চিন্তা-ভাবনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ভবনের রং যা-ই করি না কেন, সব সময় আমার নিজ দেশের পতাকার মান সর্বোচ্চ স্থানে অক্ষুণ্ন রেখেছি এবং সব সময় রাখা হবে।’

ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, ‘বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল।

কয়েক দিন পর বসবে ফুটবল বিশ্বকাপের আসর। যে কারণে দর্শকদের নিজ নিজ দলের প্রতি সমর্থন থাকবে, এটাই স্বাভাবিক।

কিন্তু খেলাকে কেন্দ্র করে আবেগাপ্লুত হয়ে আমরা যেন অন্য দেশের পতাকা টানাতে গিয়ে বিপদে না পড়ি, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও