৩২ দিনের শিশু নিয়ে পরীক্ষা দিচ্ছেন মা

নভেম্বর ০৭ ২০২২, ১৩:১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩২ দিনের শিশুসহ এক প্রসূতি।

রোববার (৬ নভেম্বর) তিনি শিশুসহ পরীক্ষা কেন্দ্রে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানার পর তাকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেন।

জানা গেছে, রাজিয়া সুলতানা নামের ওই পরীক্ষাথার্থী মাত্র ৩২ দিন আগে মা হন। এদিকে শিশু সন্তান অন্যদিকে পরীক্ষা। পরীক্ষা না দিলে এক বছর তিনি পিছিয়ে যাবেন।

তাই শিশু সন্তানকে কোলে নিয়েই পরীক্ষা কেন্দ্রে আসেন। এ বিষয়টি কেন্দ্র সচিব ও অন্যান্যের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারেন।

তিনি পরে বিশেষ ব্যবস্থায় ওই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মানবিক বিবেচনায় ওই প্রসূতিকে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।

বাচ্চা রাখার জন্য অন্য একজনকে পাশে থাকার সুযোগ দেওয়া হয়। তার পরীক্ষার কক্ষ পরিদর্শক হিসেবে একজন শিক্ষককে দায়িত্ব দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, তিনি জানতে পারেন ৩২ দিনের এক দুধের শিশুকে নিয়ে একজন প্রসূতি পরীক্ষা দিতে এসেছেন।

এটি জানার পরই মানবিক বিবেচনায় তিনি সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ওই প্রসূতিকে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার পরামর্শ দেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি জানান, মানবিক বিবেচনায় একজন মাকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে।

তবে তার কক্ষ পরিদর্শক রাখাসহ অন্যান্য বিধি বিধান যথাযথভাবে পালন করা হচ্ছে। পরিক্ষার্থী রাজিয়া সুলতানা ইউএনও সহ কতৃপক্ষের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও