বরিশাল এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

নভেম্বর ০৬ ২০২২, ২১:৩৭

নিজস্ব প্রতিবেদক: এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ৬২ হাজার ৯’শ ৬৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে ৩২ হাজার ১৭৭ জন ছাত্রী আর ৩০ হাজার ৭৮৭ জন ছাত্র রয়েছে। পরীক্ষার্থীদের জন্য ১৫২টি কেন্দ্র রয়েছে এই শিক্ষা বোর্ডের অধীনে। রোববার পরীক্ষার শুরু হওয়ার প্রথমদিনে বরিশালে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

 

রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বরিশালের ২টি কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে তাঁরা বরিশাল সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁদের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, বরিশাল সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট শিক্ষকগণ।

পরে সেখান থেকে সরকারি বরিশাল কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। কেউ বিলম্ব করলে তার কারণ গেটের রেজিস্টারে (খাতায়) উল্লেখ করে প্রবেশ করতে হয়েছে। সে তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের সচিবকে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব বাটন মোবাইল ফোন ব্যবহার করবেন। পরীক্ষা কেন্দ্রের দুইশ গজের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করার নির্দেশনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও