আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা জব্দ, জরিমানা, এতিমখানায় বিতরণ
নভেম্বর ০৬ ২০২২, ২০:১৮
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জাটকা পরিবহনের অপরাধে ভ্যান চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে রবিবার সকালে উপজেলার গৈলা বাজারে ১৫০ কেজি জাটকা জব্দ করেছে।
এসময় জব্দকৃত জাটকা পরিবহনের অপরাধে বাবুগঞ্জ উপজেলার ভ্যান চালক গোলাম রাব্বিকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা উপজেলার পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, ফুল্লশ্রী নুর-এ মদিনা এতিমখানা, রাজিহার এতিমখানা, ঐচারমাঠ দোয়েল বালিকা হোস্টেলসহ বিভিন্ন এতিমখানা ও স্থানীয় গরীব অসহায় মানুষদের মাঝে বিতরণ হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিশু, সোহাগ হোসেন প্রমুখ।
আ/ মাহাদী