ভোলায় ট্রলির চাপায় নারীর মৃত্যু
নভেম্বর ০৬ ২০২২, ১৭:৫২
ভোলা প্রতিনিধি ॥ ভোলায় অটোরিকশা থেকে পড়ে ট্রলির চাপায় অজুফা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৬ নভেম্বর) ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বারকারিখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজুফা ভেদুরিয়া ইউনিয়নের মধ্য ভেদুরিয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে ভেদুরিয়া থেকে একটি অটেরিকশা ভোলা সদরের দিকে আসছিল। পথে বারকারিখ এলাকায় এ অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে আরেকটি অটেরিকশাকে ধাক্কা দেয়।
এতে ওই অটোরিকশার যাত্রী অজুফা বেগম ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।