ওমরাহ করতে যাওয়ার সময় বিমানবন্দরে ইয়াবাসহ চেয়ারম্যান গ্রেপ্তার

নভেম্বর ০৬ ২০২২, ১০:৩৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌ‌দি আর‌ব যা‌চ্ছি‌লেন আব্দুর রাজ্জাক মিলন নামের এক চেয়ারম্যান। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ১৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

প‌রে তা‌কে বিমানবন্দর আর্মড পু‌লিশ ব্যাটা‌লিয়‌নের (এপিবিএন) মাধ্যমে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপতরের সদস্যদের কা‌ছে হস্তান্তর করা হয়। নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতরের প‌রিদর্শক শ‌ফিকুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

থানাহাট ইউ‌নিয়‌নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর র‌শিদ বিপ্লব জানান, আব্দুর রাজ্জাক মিলন ওমরাহ করার উ‌দ্দে‌শে সৌ‌দি আর‌ব যা‌চ্ছি‌লেন । শ‌নিবার বিকা‌লে ঢাকা থে‌কে তার ফ্লাইট। শুক্রবার সবার কা‌ছে দোয়া নিয়ে তিনি ঢাকা যেতে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।

এপিবিএন কর্তৃপক্ষের বরাত দি‌য়ে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদফতরের প‌রিদর্শক শ‌ফিকুল ইসলাম জানান, আটক আব্দুর রাজ্জাক মিল‌নের সৈয়দপুর বিমানবন্দর থে‌কে রা‌তের এক‌টি ফ্লাই‌টে ঢাকা যাওয়ার কথা ছিল।

বোর্ডিং পাস নেওয়ার সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা পায় অ্যাভি‌য়েশন কর্তৃপক্ষ। প‌রে তা‌কে বিমানবন্দ‌র এ‌পি‌বিএন সদস্যদের কা‌ছে হস্তান্তর করা হয়। তার সঙ্গে একজন সফরসঙ্গী ছি‌লেন। ত‌বে তাকে তল্লা‌শি ক‌রে কিছু পাওয়া যায়‌নি।

তিনি আরও বলেন, আটক ইউ‌পি চেয়ারম্যান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা তার নয় বলে দাবি করেছে। পাশাপাশি এসব ইয়াবা কোথা থে‌কে এসে‌ছে তাও তি‌নি জা‌নেন না বলে জানিয়েছেন।

প‌রিদর্শক শ‌ফিকুল ইসলাম বলেন, আমরা বাদী হ‌য়ে তার বিরু‌দ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা দি‌য়ে সৈয়দপুর থানায় হস্তান্ত‌রের ব্যবস্থা নি‌চ্ছি।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও