শুরুতেই আউট লিটন
নভেম্বর ০৬ ২০২২, ১০:৩০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আজকের ম্যাচে যারা জিতবে, তারাই চলে যাবে সেমিফাইনালে। এমন ম্যাচে শুরুতেই উইকেট হারিয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে এক উইকেটে ২১ রান। নিজেদের পারফরমেন্সে উজ্জীবিত হয়ে পাকিস্তানকে হারাতে বদ্ধপরিকর টাইগাররা। এ লক্ষ্যে অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে তিন পরিবর্তন নিয়ে নামে টাইগাররা।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ওভার দেখেশুনে কাটিয়ে দেন তারা। তৃতীয় ভারে শাহিন আফ্রিদিকে পুল করে ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন। তবে একই ওভারে আউট হন তিনি।
আফ্রিদিকে পয়েন্ট অঞ্চল দিয়ে মারতে গিয়ে শান মাসুদের তালুবন্দী হন লিটন। এর আগে করেন ১০ রান।
আজকের ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বী, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।
বাংলাদেশের সামনে অনেকটা হঠাৎ করেই চলে এসেছে বিশাল এক সুযোগ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হারায় এখন ইতিহাসের সামনে টাইগাররা।
সমীকরণ অনুযায়ী ৫ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের পয়েন্টই সমান ৪। তাই এ ম্যাচে যারা জিতবে, তারাই সেমিফাইনাল নিশ্চিত করবে।
আ/ মাহাদী