গাড়ি চালানোর স্টাইল দেখে যুবকের প্রেমে মজলেন পাকিস্তানের তরুণী

নভেম্বর ০৫ ২০২২, ১০:২৬

আন্তর্জাতিক ডেস্ক :: অসংখ্য প্রেম কাহিনি আপনি জেনে থাকতে পারেন। তবে এমন প্রেমের কথা হয়ত আগে শোনেননি। পাকিস্তানের এক তরুণী গাড়ির গিয়ার পরিবর্তন করার স্টাইল দেখেই চালকের প্রেমে পড়ে যান। ইতোমধ্যে তারা বিয়েও করেছেন। ডেইলি পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নবদম্পতি তাদের প্রেমের গল্প বলেছেন।

মেয়েটির নাম খাতিজা। তাকে গাড়ি চালানো শেখাতে ওই যুবককে নিয়োগ করেছিলেন খাতিজার বাবা। গাড়ি চালানো শিখতে শিখতেই যুবকের প্রেমে পড়ে যান খাতিজা। তার মনে হয়েছিল, যুবকের মধ্যে ব্যতিক্রমী দক্ষতা রয়েছে।

খাতিজার আর গাড়ি চালানো শেখা হয়নি। তবে নিত্য দেখা ও কথা বলার কারণে ওই যুবকের সঙ্গে প্রেম ধীরে ধীরে গভীরে নিয়ে যান তিনি। সবকিছু মিলিয়ে একটি প্রেমের গল্প শুরু হয়েছিল। তরুণী জানান, গাড়ি চালানোর সময় যখন যুবক গিয়ার পরিবর্তন করত তখন তিনি যুবকের হাতের উপর হাত রাখতেন।

সাক্ষাৎকার চলাকালে খাতিজা তার স্বামীকে বলিউডের একটি সিনেমার গান শুনিয়েছেন। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘ববি’ সিনেমার ‘হাম তুম এক কামরে মে বন্ধ হো, অর ছাবি খো যায়ে’ গান গেয়েছিলেন তিনি।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

এক্সক্লুসিভ আরও