ভোলায় বিষপানের পর গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা!
নভেম্বর ০৪ ২০২২, ১৬:১৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহনে বিষপানের পর গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে মো. রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
খবর পেয়ে শুক্রবার সকালে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত রিয়াজ উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা এলাকার নূরুল হকের ছেলে।
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন রিয়াজ নামের ওই যুবক। রাতের বেলায় ঘর থেকে কিছু না বলে বের হয়ে যান।
এর পর তার বাবাসহ বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে রাতে তার সন্ধান পাননি। শুক্রবার সকালে রিয়াজের চাচি বাড়ির পেছনে সুপারি বাগানে গেলে তাকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ সময় তিনি চিৎকার দিলে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসেন। তারা এসে দেখেন ওই গাছের নিচে একটি খালি বিষের বোতল পড়ে আছে। ওসি আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি পরিবারের স্বজনদের সঙ্গে ওই যুবকের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি— এ জন্যই ক্ষোভের বশে যুবক এ কাজ করেছে।
ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আ/ মাহাদী