সুপার টুয়েলভে প্রথম হ্যাটট্রিক, ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নভেম্বর ০৪ ২০২২, ১২:২১
স্পোর্টস ডেস্ক :: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে হ্যাটট্রিকের দেখা মিলেছিল। শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক করেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেয়াপ্পন।
আর সুপার টুয়েলভপর্বে আজ বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা মিলল। এবার এলিট লিস্টে নাম লেখালেন আইরিশ বাঁহাতি পেসার জোশ লিটল।
শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের এই কীর্তি গড়লেন এ আইরিশ তারকা পেসার।
অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে কেইন উইলিয়ামসনকে সাজঘরে ফেরালেন জোশ লিটল। ৩৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে কিউই অধিনায়কের।
তৃতীয় বলে লিটলের শিকারের তালিকায় যুক্ত হন জিমি নিশমের নাম। তারপর মিচেল স্যান্টনারকে এলবিডব্লুউয়ের ফাঁদে ফেলেন লিটল। দুজনই শূন্য রানে ফিরেছেন।
সবমিলিয়ে সেই ওভারে মাত্র তিন রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাঁ-হাতি আইরিশ বোলার। তার সেই ওভারের সৌজন্যেই কিউয়িদের স্কোর ২০০ পেরিয়ে যায়নি।
জোশ লিটলের এই কীর্তির সঙ্গে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া হ্যাটট্রিকের নজির গড়লেন আইরিশরা।
গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে কুর্তিস ক্যাম্পফের হ্যাটট্রিক করেছিলেন। আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর তিনটি বলে তিন উইকেট নিলেন জোশ লিটল।
৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন জোশ লিটল। তার হ্যাটট্রিকের কারণে ৬ উইকেটে ১৮৫ রানে থেমেছে নিউজিল্যান্ড।
আমার বরিশাল/ আরএইচ