হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিচারপতি মানিক

নভেম্বর ০৪ ২০২২, ১২:০৩

অনলাইন ডেস্ক :: পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে তিনি নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার বিকেলে পল্টনে তার গাড়িতে হামলার পর চিকিৎসকদের পরামর্শে তিনি ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শামসুদ্দিন চৌধুরী বলেন, হামলার পর মাথায় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আমি এখন পুরোপুরি সুস্থ। গতকাল এমআরআই রিপোর্ট পেয়েছি। সেখানে কোনো সমস্যা আসেনি। তাই চিকিৎসক ছেড়ে দিয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাসায় এসেছি।

সাবেক এই বিচারপতি বলেন, আজ সকাল থেকেই আমি স্বাভাবিক কাজকর্ম করছি। কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

এর আগে বুধবার (২ নভেম্বর) পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় একটি মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়ির ও তার সরকারি গানম্যানের ওপর হামলার ঘটনা ঘটে। বিএনপির সমাবেশ থেকে হামলা করা হয় বলে অভিযোগ করেছেন বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও