বরিশালে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
নভেম্বর ০৩ ২০২২, ২০:৩৪
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বরিশাল নগরীর গড়িয়ারপাড় বানাড়ীপাড়া সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
গ্রেফতারকৃতরা হলো, বাবুগঞ্জ উপজেলার ৩নং দেহেরগতি এলকার সিকদার বাড়ীর মো. আয়নাল সিকদারের ছেলে মো. আল আমিন সিকদার (২১), বাঘিয়া এলাকার মৃত লিটন হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার (২০) ও কলাডেমা এলাকার মো. দেলোয়ার হোসেন মুন্সির ছেলে মো. পান্না মুন্সি(৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে গড়িয়ার পাড় বানারীপাড়া সড়কে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম। এসময় ১ কেজি ৫০০ গ্রমাম গাঁজা সহ আল আমিন সিকদার, রাকিব হাওলাদার ও পান্না মিয়াকে গ্রেফতার করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।