ভোলায় ছাত্রদল-যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

নভেম্বর ০৩ ২০২২, ১৮:৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশন উপজেলায় সন্ত্রাসী হামলায় চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদল নেতা ও যুবদলের সহসভাপতি আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় চরফ্যাশন থানারোড ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। কলেজ ছাত্রদল নেতা ইয়াস মিয়াজি এ হামলার অভিযোগ করেন।

তিনি বলেন, ‘গতকাল রাতে থানারোড থেকে কাজ শেষ করে যাওয়ার পথে তরিক, তুহিন ও সাকিবসহ অন্তত ১৫-২০ জন সন্ত্রাসী লোহার রড, কাঠ, আখ, লাঠিসোঁটা নিয়ে সন্ত্রাসী কায়দায় আমার ওপরে হামলা করে। তারা স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন।’

এ দিকে, উপজেলার মাদ্রাজ ইউনিয়নের একটি ওয়ার্ড যুবদল নেতাকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মো. ইদ্রিস মাঝি (৪৫) নামের এক যুবদল নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী।

গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেন।

গত বুধবার দুপুরে মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের খাস পুকুর পাড়ের চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. ইদ্রিস মাঝি উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, লোকমুখে ঘটনা শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও