নৌকাকে ৩ হাজার ভোটে হারিয়ে প্রথম নারী চেয়ারম্যান মাকসুদা

নভেম্বর ০৩ ২০২২, ১৩:০৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. মাকসুদা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মহিচাইল ইউনিয়ন পরিষদে সর্বপ্রথম নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন চার হাজার ২৮৪ ভোট।

অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট। বুধবার সকাল ৮টা থেকে নির্ধারিত সময় ৪টার পরও চলে ভোটগ্রহণ।

রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কন্ট্রোলরুম থেকে ভোটের ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশরাফুল হোসেন।

ওই ইউনিয়নে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে কামরুল হাসান ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ১৩৫ ভোট।

বাতি ৩ প্রার্থীর মধ্যে অটোরিকশা প্রতীক নিয়ে লোকমান হোসেন শাহজাহান ১ হাজার ৮৩৬ ভোট, চশমা প্রতীক নিয়ে ময়নাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ৬৫৮ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোজাম্মেল হক পেয়েছেন ১ হাজার ৫৯৮ ভোট।

নবনির্বাচিত চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিনের সহধর্মিণী।

আ/ মাহাদী

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও