লালমোহনে ট্রলির চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর
নভেম্বর ০২ ২০২২, ২০:৪৩
লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে ইট বোঝাই ট্রলির চাকায় পৃষ্ট হয়ে মোসা. মোর্শেদা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদা উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। নিহতের স্বজনরা জানান, মোটরসাইকেলে করে জরুরী কাজে স্বামীর বাড়ি থেকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চরউমেদ গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন মোর্শেদ।
পথিমধ্যে হাজিগঞ্জ এলাকায় তাদের বহন করা মোটরসাইকেলটি সামনে থাকা একটি ইট বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গেলে ছিটকে পড়ে যায় মোর্শেদা। এসময় ট্রলির চাকায় পৃষ্ট হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রলিটি থানা হেফাজতে রাখা হয়েছে।