নারীর সঙ্গে আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল

নভেম্বর ০২ ২০২২, ১৯:৪২

নিজস্ব প্রতিবেবদক, বরিশাল: রাস্তার মধ্যে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করছেন টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামীম খান।

এমনই একটি ভিডিও নিয়ে উপজেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। গত ১২ অক্টোবর রাস্তার পাশের সিসি ক্যামেরায় শ্লীলতাহানির বিষয়টি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ১২ অক্টোবর রাতে মির্জাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামীম খান মুসলিম পাড়ার এক বাড়িতে জন্মদিনের দাওয়াতে যান।

ওই সময় এক নারীকে কৌশলে বাড়ির বাইরে ডেকে আনেন তিনি। কিছুক্ষণ কথা বলার পর ওই নারী চলে যাওয়ার চেষ্টা করলে শামীম তাকে পেছন থেকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালান।

ঘটনাটি মুসলিমপাড়া-পাহাড়পুর রাস্তায় থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।

লোক-লজ্জার ভয়ে ওই নারী কোথাও এ ব্যাপারে অভিযোগ করেননি। এ বিষয়ে কাউন্সিলর শামীম খান গণমাধ্যমকে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমার নয়, তবে ছবিটি আমার।

ঢাকা থেকে আসা মুসলিম পাড়ার বাসিন্দা আলাউদ্দিন মিন্টু ওই ভিডিও বানিয়ে ভাইরাল করেছে। জন্মদিনের দাওয়াত থাকায় ওই সময় আমি ওই বাড়িতে যাই।’

আলাউদ্দিন মিন্টু বলেন, ‘ভিডিও বানানো যায় না। এ ছাড়া মামলার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। কাউন্সিলর শামীম আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন।’

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, ‘শামীমের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ওই কাউন্সিলরের বিরুদ্ধে পৌর পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও