১২ বলে ৪ উইকেট হারাল বাংলাদেশ

নভেম্বর ০২ ২০২২, ১৮:১৯

স্পোর্টস ডেস্ক :: বৃষ্টি বাঁধার পরে ব্যাটে নেমেই যেন টাইগার ব্যাটারদের ভিন্ন চিত্র দেখা গেল। ইনিংসের ১২তম ওভার এবং ১৩তম ওভারে, শেষ ১২ বলে ৪ উইকেট হারিয়েছে সাকিবের দল। আর দ্রুত ৪ উইকেট হারানোয় ম্যাচ থেকেই এক প্রকার চিটকে যায় বাংলাদেশ।

এরআগে বৃষ্টি শেষে খেলতে নেমে শুরুতেই লিটন দাস ২৭ বলে ৬০ রান করে রান আউটে কাটা পড়ে বিদায় নেন। এরপর ইনিংস বড় করার চেষ্টা করলেও পারেননি শান্ত। ২৫ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার। এরপরই শুরু হয় টাইগারদের ব্যাটিং বিপর্যয়।

১২তম ওভারে পেসার আর্শদ্বীপের ওভারে ফিরে যান আফিফ হোসেন এবং সাকিব আল হাসান। সে সময় বাংলাদেশের সংগ্রহ ১০১ রানে ৪ উইকেট। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪ বলে ৫০ রান। তবে পরের ওভারে আবারো টাইগার শিবিরে জোড়া আঘাত উপহার দেন হার্দিক পান্ডিয়া। তুলে নেন ইয়াসির রাব্বি এবং মোসাদ্দেক সৈকতের উইকেট।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও