এক ওভারে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ
নভেম্বর ০২ ২০২২, ১৭:৫৮
স্পোর্টস ডেস্ক :: বৃষ্টির পর বদলে গেছে দৃশ্যপট। বাংলাদেশ দ্রুত তিন উইকেট হারিয়েছে। বৃষ্টির পর প্রথম ওভারেই রান আউট হন লিটন। এরপর সাজঘরে ফিরেন আরেক ওপেনার নাজমুল শান্ত। দুই ওপেনার সাজ ঘরে যাওয়ার পর একই পথে হেটেছেন আফিফ হোসেন ধ্রুব।
আর্শদ্বীপের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাকাতে গিয়ে ক্যাচ আউট হন আফিফ। সূর্য কুমার যাদব বেশ খানিকটা দৌড়ে এসে ক্যাচ ধরতে ভুল করেননি। ৫ বলে মাত্র ৩ রান করেন আফিফ।
ওই ওভারে আবার আঘাত হানেন আর্শদ্বীপ। পঞ্চম বল সাকিব আল হাসানও মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাকাতে গিয়ে আউট হন। বদলি ফিল্ডার হুডা ক্যাচ ধরতে ভুল করেননি।
১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০১ রানে ৪ উইকেট। ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪ বলে ৫০ রান।