লালমোহনে বাথরুমে থেকে গৃহবধুর লাশ উদ্ধার
নভেম্বর ০২ ২০২২, ১৭:৩০
ভোলা প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে বাথরুম থেকে লাইজু বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ লাইজু ওই বাড়ির মো. হেজু মিয়ার স্ত্রী।
লাইজুর স্বামীর ভাগিনা রনি বলেন, মামা ভোর রাতে নদীতে মাছ ধরতে গিয়েছে। বুধবার সকালে ঘুম থেকে উঠে মামি ঘরের কাজ করছিল। এসময় মামাতো বোনকে আমার কাছে রাখতে দেয়। আমি তাকে নিয়ে বাড়ির সামনের দোকানে চা খেতে যাই। এরপর বাসায় গিয়ে অনেক খোঁজার পর মামিকে মৃত অবস্থায় বাথরুমের মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে। পরে খবর পেয়ে পুলিশও বাড়িতে আসে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।