বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির বাগড়া

নভেম্বর ০২ ২০২২, ১৬:৪৮

স্পোর্টস ডেস্ক :: বড় লক্ষ্যতাড়ায় শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। লিটন দাশের ধারালো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই ৬০ রান তুলেছে সাকিব আল হাসানের দল। নাজমুল হোসেন শান্ত কিছুটা ধীর ব্যাটিং করলেও এখনো কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

লক্ষ্যতাড়ায় সপ্তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এখন কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান। এর মধ্যে অ্যাডিলেডের মাঠে নেমে এসেছে প্রবল বৃষ্টি। তাতে খেলা আপাতত বন্ধ রয়েছে।

বৃষ্টি যদি এভাবেই চলতে থাকে এবং খেলা মাঠে না গড়ায় তাহলে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে জিতে যাবে বাংলাদেশ। এই মুহূর্তে বৃষ্টি আইনে ভারতের চেয়ে ১৭ রানে এগিয়ে বাংলাদেশ।

এর আগে কিপটে বোলিংয়ে শুরুটা ভালো করলেও রানের লাগাম ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। মিডল ওভারস-এ বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিতটা গড়ে নিয়েছে ভারত। শেষদিকে রানের গতি কিছুটা কমলেও বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও