বাংলাদেশ-ভারত হেড টু হেড

নভেম্বর ০২ ২০২২, ১১:৩০

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ-ভারতের বহুল প্রতীক্ষিত ম্যাচটি কিছুক্ষণ পর শুরু হবে। অ্যাডিলেডে বাংলাদেশ সময় বেলা ২টায় মাঠে নামছে দুদল।

অ্যাডিলেডে বাংলাদেশের সুখস্মৃতি আছে। এই ভেন্যুতেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মধুর জয় পেয়েছিল বাংলাদেশ। আজ সেই স্মৃতি আরেকবার রোমন্থন করতে চায় নিযুত ক্রিকেট ভক্ত।

এবারের আসরের আগে টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে কোনো জয় ছিল না বাংলাদেশের। এবার সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচের দুটি জিতে এরইমধ্যে নিজেদের সফলতম টি ২০ বিশ্বকাপ নিশ্চিত করেছেন সাকিব আল হাসানরা।

এখন হাতছানি প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। পথ অবশ্য বেশ কঠিন। শেষ দুই ম্যাচে হারাতে হবে দুই সাবেক চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানকে। দুই ম্যাচের একটিতে হারলেও বিপদ অবশ্যম্ভাবী। তখন তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকে। তাই বাংলাদেশের সামনে পথ একটিই-বাকি দুই ম্যাচ জেতা।

তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান কিন্তু তৃপ্তিদায়ক নয়। আসুন দেখে নিই সেই পরিসংখ্যান-

ম্যাচ : ১১

বাংলাদেশ জয়ী : ১

ভারত জয়ী : ১০

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও