বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বদলী
নভেম্বর ০২ ২০২২, ০০:৪২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফারুক আহমেদ কে বদলী করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এক আদেশে তাকে বাংলাদেশ স্টেশনারী অফিসের উপ পরিচালক হিসেবে বদলী আদেশ প্রদান করা হয়। তবে গতকাল পর্যন্ত তার স্থলে নতুন কাউকে পদায়ন করেনি জনপ্রশাসন মন্ত্রনালয়।
জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রেষণ-১ অধিশাখা এর উপ সচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে নি¤েœাক্ত কর্মকর্তাকে বদলী পূর্বক নামের পাশে বর্নিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকুরী সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ন্যাস্ত করা হলো। বদলী আদেশ হবার বিষয়টি স্বীকার করেছেন সৈয়দ ফারুক আহমেদ।
প্রসঙ্গত গত বছর তিনি বরিশাল সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।