কবর থেকে ১০ বছর শিশুর মাথা উধাও

নভেম্বর ০১ ২০২২, ১৬:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুর্ঘটনায় মারা যাওয়া ১০ বছর বয়সী এক শিশুর কবর থেকে মাথা নিখোঁজ হয়েছে। এক সপ্তাহ আগে ওই শিশুর দাফন সম্পন্ন হয়।

ভারতের তামিল নাড়ুতে ঘটেছে এই ঘটনা। খবর জিও নিউজের। রিপোর্ট, কৃতিকা নামে ওই স্কুল শিক্ষার্থীর ওপর বৈদ্যুতিক খুঁটি পড়লে সে গুরুতর আহত হয়।

এরপর হাসপাতালে তাকে ভর্তি করা হলে টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। গত ১৪ অক্টোবর সে মারা যায়।

তার পরিবার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে ১৫ অক্টোবর তার দাফনকাজ সম্পন্ন করে। প্রায় দুই সপ্তাহ পর কৃতিকার বাবা-মা লক্ষ করেন, তার কবরে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। এই ঘটনা তারা পুলিশে খবর দেয়।

পুলিশে অভিযোগ দায়ের করার পর জেলা মেডিকেল বিভাগের কর্মকর্তাদের নিয়ে তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায়, কবরে গর্ত করা হয়েছে এবং লাশ থেকে মাথা পাওয়া যায়নি।

এমন কাজের পেছনে ঠিক কী কারণ হতে পারে তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি বলে খবরে বলা হয়েছে। পুলিশ এই ঘটনা বিভিন্ন দিক থেকে তদন্ত করছে।

কর্মকর্তারা ধারণা করছেন, শত্রুতার জেরে কবর থেকে ওই শিশুর মাথা কেটে নিয়ে যাওয়া হতে পারে। তবে কর্মকর্তারা এ-ও ধারণা করছেন, যাদুবিদ্যার জন্য কেউ এই কাজ করতে পারেন। তদন্তের সময় পুলিশ ঘটনাস্থল থেকে গ্লাভস ও ফ্ল্যাশলাইট উদ্ধার করেছে।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও