৩৫ বলে সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের প্রশংসাও পেলেন ‘বেবি এবি’

নভেম্বর ০১ ২০২২, ১৪:৩৩

স্পোর্টস ডেস্ক :: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করেই বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করেছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। রেকর্ড ভেঙেছিলেন এক আসরে সর্বোচ্চ রান করে। পরবর্তীতে গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে মিল রেখে নাম হয়ে যায় ‘বেবি এবি’। সম্প্রতি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে গতকাল সোমবার ব্যাট হাতে ঝড় তুলে ভাঙলেন অনেক রেকর্ডই।

মাত্র ১৯ বছর বয়সী এই ব্যাটার গতকাল টাইটান্সের জার্সিতে করেছেন ৫৭ বলে ১৬২ রান। এদিন মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে যৌথভাবে পঞ্চম দ্রুততম সেঞ্চুরিয়ান হলেন বেবি এবি। ১৩টি চার ও ১৩ ছয়ের পর ডি ভিলিয়ার্স টুইটারে ব্রেভিসের প্রশংসা করে লিখেছেন, ‘ডিওয়াল্ড ব্রেভিস। আর বেশি কিছু বলার দরকার নেই।’

এমন ইনিংসের পর ব্রেভিস বলেন, ‘ছোটবেলা থেকে, এমনকি এখনও, আমি এবি ও তার মতো খেলোয়াড়দের ভিডিও অনেক দেখি, এমনকি ইনস্টাগ্রামেও। কীভাবে তারা বল মারে সেটা দেখি। এবির সহজাত ব্যাট হাঁকানো আমার পছন্দ। বল কীভাবে উড়লো, ব্যাট কীভাবে পড়লো, সবকিছু দেখি। আমি যত বেশি সম্ভব দেখার চেষ্টা করি এবং একই সঙ্গে নিজের মতোও থাকতে চেষ্টা করি।’

ব্রেভিস আরো বলেন, ‘ছোটবেলা থেকেই আমি সবসময় চাইতাম যত বেশি দূরে বল পাঠানো যায়। আমি শুরু থেকে সবসময় ইতিবাচক ও নির্ভীক থাকতে চেষ্টা করেছি। তাই বলে যাচ্ছেতাই খেলতে চাই না, শুধু বল ধরে ধরে খেলতে চাই এবং ইতিবাচক থাকি।’

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও