বরগুনায় জমি নিয়ে বিরোধে মাথায় কুপিয়ে হত্যা
নভেম্বর ০১ ২০২২, ১১:০১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বামনা উপজেলায় জমি জমা নিয়ে বিরোধের জেরে মাথায় কুপিয়ে ইউসুফ চৌকিদার (৫৫) নামে এক কৃষককে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার ৩নং রামনা ইউনিয়নের গোলাঘাটার কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ চৌকিদার ও প্রতিপক্ষ হানিফ চৌকিদার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
সোমবার বিকাল ৫টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের জমি জমা নিয়ে শালিস বৈঠকের ব্যবস্থায় বসেন। শালিস বৈঠক শেষে পুনরায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে প্রতিপক্ষরা ইউসুফ চৌকিদারকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। দায়ের কোপে তার মাথার খুলি ফেটে মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বামনা হাসপাতালে নিয়ে আসেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বামনা থানার ওসি মো. বশির আলম জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হবে।
আ/মাহাদী