পাকিস্তানের ইফতিখার খেলবেন ফরচুন বরিশালের হয়ে
নভেম্বর ০১ ২০২২, ১০:২৫
অনলাইন ডেস্ক :: নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। যার প্রভাবে এখন থেকেই শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে ইফতিখার আহমেদের। পাকিস্তানের এই ক্রিকেটার খেলবেন সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের হয়ে।
গতকাল সোমবার বরিশাল দল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ইফতিখারের বরিশালের হয়ে খেলার কথা নিশ্চিত করে। সেখানে তারা লিখেছে, ‘স্বাগতম ইফতিখার আহমেদ। পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদকে ফরচুন বরিশাল পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’
এর আগে গতকাল সোমবার সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জিম্বাবুইয়ান ক্রিকেটার রায়ান বার্লকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে। তারা সেখানে লিখেছে, ‘জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান ও লেগ স্পিনার রায়ান বার্ল এখন স্ট্রাইকার! রায়ান বার্ল বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলছেন। আমরা রায়ান বার্লকে আমাদের সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই!’
আমার বরিশাল/ আরএইচ