ইউক্রেনের রাজধানীর ৮০ ভাগ অংশে পানির অভাব

অক্টোবর ৩১ ২০২২, ২২:০০

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর সোমবার (৩১ অক্টোবর) হামলা চালিয়েছে রুশ সেনারা। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাশিয়ার হামলার পর কিয়েভের ৮০ ভাগ অংশ পানির অভাবে পরেছে।

ক্লিচকো বলেছেন, কিয়েভের অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের কাছে পানি সরবরাহ পুনরায় চালু করতে বিশেষজ্ঞরা কাজ করছেন।

তিনি আরও জানিয়েছেন, ইঞ্জিনিয়াররা কিয়েভের ৩ লাখ ৫০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতেও কাজ করছেন।

খারকিভের মেয়র ইগোর তেরেকোভ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার হামলার কারণে সাবওয়ে ও ট্রলি বাস বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে।

তাছাড়া খারকিভের পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র তেরেকোভ জানিয়েছেন, খারকিভের বাসিন্দাদের কাছে যত দ্রুত সম্ভব পানি সরবরাহ চালু করার জন্য কর্মীরা কাজ করছেন।

এদিকে গত কয়েকদিন ধরে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ স্থাপনার ওপর লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এরমধ্যে সোমবার নতুন করে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলা চালিয়েছে তারা। সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

এক্সক্লুসিভ আরও