বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু
অক্টোবর ৩১ ২০২২, ১৮:৩৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের চিত্রারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের রেজাউল শেখের ছেলে।
স্বজনরা জানায়, দুপুরে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তামিম। পরে অনেক খোঁজাখুজির পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
আ/ মাহাদী