পটুয়াখালীতে ১৪ বছরের জুবাইদা এখন তানভীর!
ডিসেম্বর ০২ ২০২৫, ২০:০৩
পটুয়াখালী সদরে জুবাইদা আক্তার আখি (১৪) নামে এক কিশোরী হঠাৎ ছেলেতে রূপান্তর হয়েছে। বর্তমানে তার নাম রাখা হয়েছে তানভীর ইসলাম। এখন তাকে নিয়ে চলছে পুরো এলাকায় আলোচনার ঝড়। তবে পরিবার জানায়, আল্লাহ ছেলের ইচ্ছে পূরণ করেছেন। তারা খুশি; কিন্তু একইসঙ্গে অবাকও!
বিরল এই ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে।
এ দিকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করছেন তানভীর ইসলামকে একনজর দেখার জন্য। ভাইরাল হওয়ার আশায় অনেকেই তার সঙ্গে সেলফি তুলছেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জুবাইদা আক্তার আখির শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তনের লক্ষণ দেখা দেয়। নাক-মুখ দিয়ে রক্ত পড়া, শারীরিক দুর্বলতা এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ার পর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সাময়িকভাবে সুস্থ হলেও কয়েক সপ্তাহ পর সকালে ঘুম থেকে উঠে আখি শরীরের উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পায়।
বিষয়টি টের পেয়েই পরিবার দ্রুত ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান আখি আসলে ‘ছেলে’ হিসেবে বিকশিত হয়েছে।
আরও পড়ুন: এক রাতেই মেয়ে থেকে ছেলে হলো নাইমা
এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের ভিড় লেগে যায় চৌকিদার পরিবারের বাড়িতে। অনেকে কৌতূহলে, কেউবা বিস্ময়ে ছুটে আসেন ঘটনাটি নিজ চোখে দেখতে।
তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন, ‘এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। প্রথমে খুব ভয় পেয়েছিলাম, কারণ মেয়ে অসুস্থ ছিল। তাকে নিয়ে ঢাকায়-বরিশালে কত ডাক্তার দেখালাম। এখন দেখছি আল্লাহ আমাদের এমন কিছু দিলেন যা ভাবতেই পারিনি। তবে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আমরা এখন খুবই আর্থিক চাপে আছি।’
দাদা মজিদ চৌকিদার বলেন, ‘আমাদের পরিবারে আগে শুধু দুই মেয়ে ছিল, ছেলে ছিল না। কালামের সব সময় ইচ্ছে ছিল একটি ছেলে সন্তানের। আল্লাহ তার সেই ইচ্ছে এমনভাবে পূরণ করেছেন; যা মানুষ শুধু গল্পে শোনেন। আমরা খুশি, কিন্তু একইসঙ্গে অবাকও হয়েছি।’
এলাকাবাসীরা বলেন, আমরা ছোটবেলায় বইয়ে পড়তাম যে কারও শরীরে কখনো কখনো এমন পরিবর্তন দেখা দিতে পারে। আবার গল্পেও শুনেছি, যে জন্মের পর লুকানো কিছু সমস্যা ধীরে ধীরে বোঝা যায়। কিন্তু বাস্তবে এমন কিছু নিজের চোখে দেখবো, সেটাই ভাবিনি কখনো। ঘটনাটা সত্যিই খুব বিস্ময়কর।
আরও পড়ুন: মেয়ে থেকে ছেলে হয়ে গেলেন রাব্বী, বিয়েও করছেন তরুণীকে!
তারা আরও জানান, পাশের বাড়ির বাচ্চাটাকে ছোটবেলা থেকেই মেয়ে হিসেবেই দেখেছি। হঠাৎ শুনি সে নাকি ছেলে হয়ে গেছে। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে ওদের বাড়িতে গিয়ে দেখে বুঝলাম, ঘটনা সত্যিই অন্য রকম। আল্লাহর সৃষ্টি অনেক অদ্ভুত আর অনেক গভীর, মানুষ সবকিছু বুঝে উঠতে পারে না। আমরা শুধু ওর ভালো হোক এই দোয়া করি।
মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া তানভীর ইসলাম জানায়, মাদ্রাসায় আমার অনেক বান্ধবী ছিল। ওরা সবাই খুব পর্দাশীল, খুব ভদ্র। তাদের সঙ্গে আমি ছোটবেলা থেকেই একসঙ্গে পড়ছি, খেলেছি, কথা বলেছি। হঠাৎ শরীরের এত পরিবর্তন হওয়ার পর বুঝলাম, এখন আর আগের মতো ওদের সঙ্গে চলাফেরা করা ঠিক হবে না। এটা ভেবে মনটা একটু খারাপ হয়। কারণ ওরা ছিল আমার সবচেয়ে কাছের মানুষদের একজন। এখন দূরত্বটা মানিয়ে নিতে সময় লাগবে।
তানভীর আরও বলে, ‘এরপরও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আগে শরীরটা ভালো ছিল না। নাক-মুখ দিয়ে রক্ত পড়তো, অনেক কষ্ট হতো। এখন শরীরটা আগের তুলনায় অনেক ভালো লাগছে। নিজের ভিতরে একটা শক্তি অনুভব করি। মনে হয়, নতুন করে শুরু করছি।’
নিজের স্বপ্নের কথা জানিয়েও তানভীর বলে, ‘আমি ভবিষ্যতে একজন ভালো ইসলামী সংগীতশিল্পী হতে চাই। ছোটবেলা থেকেই গাইতে ভালো লাগে। যদি আল্লাহ চান, আমি একদিন নিজের নামেই মানুষের মনে জায়গা করে নিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি ভালো মানুষ হতে পারি, মানুষের কাজে লাগতে পারি এবং নিজের পরিবারকে গর্বিত করতে পারি।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ এফএম আতিকুল ইসলাম বলেন, ‘হরমোনের তারতম্যের কারণে এমন ঘটনা ঘটতে পারে।’
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন, ‘ঘটনাটি আমি প্রথমে আপনার কাছ থেকেই শুনলাম। বৈজ্ঞানিকভাবে হঠাৎ করে কেউ মেয়ে থেকে ছেলে হয়ে যায়, এমনটা সম্ভব নয়। তবে জন্মগত ক্রোমোজোমগত সমস্যা, হরমোনের জটিলতা কিংবা অপরিচিত যৌনাঙ্গ নিয়ে জন্মানো শিশুদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে পরিবর্তন দেখা দিতে পারে। রোগীকে সরাসরি পরীক্ষা না করলে সঠিক মন্তব্য দেয়া কঠিন। এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন।’









































